Connecting You with the Truth

ওবামার পকেটে বুদ্ধ আর হনুমান মূর্তি!

schoo_98851

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যেখানেই যান সেখানেই গুটিকয়েক ছোট ছোট জিনিস নিজের সঙ্গে সঙ্গে রাখেন। ইউ টিউবে দেওয়া সাক্ষাত্কারে ওবামা তার এই সর্বদা সঙ্গে রাখা জিনিসপত্রের তালিকাও পেশ করেছেন। এর মধ্যে আছে ছোট্ট এক হনুমান মূর্তিও। আছে পোপ ফ্রান্সিসের দেওয়া ধর্মীয় মালা, একটি বুদ্ধ মূর্তি, ইথিওপিয়ার একটি কপটিক ক্রস এবং একটি পোকার চিপ।

ওবামা জানিয়েছেন, যেকোনও খারাপ থাকা সময়ে, এর যে কোনও একটি হাতে নিয়ে নাড়াচাড়া করেন তিনি। এবং আবার ফিরে আসেন কাজ করার পূর্ণ উদ্যমের মধ্যে। হোয়াইট হাউসে আসার পর, নানান সময়ে নানান পৃথিবীর নানান প্রান্তের মানুষের কাছে থেকে এগুলি তিনি উপহার হিসেবে পেয়েছেন। জানিয়েছেন ওবামা।

Comments
Loading...