Connecting You with the Truth

সোনাগাজী প্রেসক্লাবের সাথে মডেল থানার ওসির মতবিনিময়

press club

সৈয়দ মনির আহমদ, ফেনী: সোনাগাজী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলার আইনশৃঙ্খলা , মাদক , অবৈধ অস্ত্র, ইভটিজিং বন্ধে মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির ও ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি (দৈনিক ইনকিলাব সোনাগাজী প্রতিনিধি) জসিম উদ্দিন কাঞ্চন , সাধারন সম্পাদক (দৈনিক সকালের খবর সোনাগাজী প্রতিনিধি) আবুল হোসেন রিপন সহ আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি (দৈনিক নয়া পয়গাম প্রতিনিধি) শহীদ উল্যাহ , দপ্তর সম্পাদক (দৈনিক স্টার লাইন . নোয়াখালী প্রতিদিন সোনাগাজী প্রতিনিধি) সৈয়দ মনির আহমদ , কোষাধ্যক্ষ ও সাপ্তাহিক প্রতিক্রিয়া বার্তা সম্পাদক ওবায়দুল হক , প্রচার সম্পাদক (আজকের সময় স্টাফ রিপোটার) মেহরাব হোসেন মেহেদী , তথ্য সম্পাদক (চলমান সংবাদ ও সাপ্তাহিক স্বাস্থ্যকথা প্রতিনিধি) ওমর ফারুক , ক্রীড়া সম্পাদক মাইনুল হোসেন সোহাগ, যুগ্ন সম্পাদক (ভোরের কাগজ প্রতিনিধি) নান্টু লাল দাস , সাহিত্য সম্পাদক (দৈনিক দুর্বার প্রতিনিধি) আনোয়ার হোসেন রবিন , সদস্য জহিরুল হক খান সজীব এবং ফেনী প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক এম এ সাঈদ খান । এ সময় ওসি হুমায়ুন কবির বলেন দল ও মতের উর্ধ্বে থেকে সকলের সহযোগীতা পেলে মাদক মুক্ত ও আরো শান্তি পূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আপ্রান চেষ্টা করে যাবো।

 

Comments
Loading...