বাঘায় বাঘ আটক
সেলিম ভান্ডারী, বাঘা(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ঢাকাচন্দ্রগাতি কারিগর পাড়ায় সোমবার (১৮-০১-২০১৬) সকালে গ্রামের হাফিজুর ও সাজেদুলের বাড়ি আঙ্গিনায় জালের ফাঁদে একটি চিতা বাঘ আটক করা হয়েছে। বাঘ আটকের খবরে এলাকার নারী-পুরুষ এক নজর বাঘটি দেখতে ওই বাড়িতে ভিড় করেন। এলাকার সাজেদুল জানান, লোকজনের হৈচে দেখে তার বাড়ির পাশে খড়ের ভেতরে বাঘটি আশ্রয় নেয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলার বাজুবাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান বলেন, বিভ্ন্নি ধরনের জাল দিয়ে বাড়ির এলাকা ঘিরে জালের ফাঁদে চিতা বাঘটি আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হামিদুল ইসলাম জানান, রাজশাহীর ফরেস্ট বিভাগে যোগাযোগ করা হয়ছে। ফরেস্ট বিভাগের কর্মকর্তারা বাঘটি নিয়ে যান।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাফিজুর রহমান বলেন,আটক বাঘটির পায়ের ছাপ ও চোখ-চেহারা দেখে চিতা বাঘ বলে ধারনা করা হচ্ছে। বাঘটি প্রায় আড়াই ফুট লম্বা ও ১ ফুট উচ্চতা হবে। উপজেলা ফরেষ্টার সাদেকুর রহমান বলেন,রাজশাহীর বন বিভাগের কর্মকর্তার নিকট বাঘটি হস্তান্তর করা হয়েছে।