Connect with us

চট্রগ্রাম

পিএইচপি গ্রুপের মামলায় জামিন পেলেন দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার প্রকাশক

Published

on

amadesh-chattgramআবু হেনা খোকন: পিএইচপি গ্রুপের পঞ্চম হয়রানীমূলক মামলায় জামিন লাভ করলেন দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী। মামলার খবর জেনে আজ ১৮ জানুয়ারি ২০১৬ ইং তারিখে দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেন গত ১৭ সেপ্টেম্বর পিএইচপি চেয়ারম্যান সুফি মিজানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি শিরোনামে দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে পিএইচপি গ্রুপের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী দিয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আওতাধীন ভিন্ন ভিন্ন চীফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের আদালতে ৫০০/৫০১ ধারায় পরপর চারটি মামলা দায়ের করে। প্রত্যেকটি মামলায় দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী জামিন লাভ করে। ফলে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান গণ মাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টায় গত ২৯.১১.২০১৫ ইং তারিখে পিএইচপি গ্রুপের এসিস্ট্যান্ট ম্যানেজার আবদুল মোমেনকে বাদী করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (খুলশী) এর আদালতে একই অপরাধে পঞ্চমবারের মত সিআর ১০৪৮ নং মামলা দায়ের করে। আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয় খুলশী থানাকে। একই তারিখে খুলশী থানায় মামলা নং ২৫, তারিখ ২৯.১১.২০১৫, ধারা তথ্য প্রযুক্তি আইনের সংশোধিত ৫৭ (১) সহ ৫০০/৫০১ রুজু হয়। মামলার খবর জেনে গতকাল ১৮ জানুয়ারি ২০১৬ ইং তারিখে দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করলে আদালত দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরীর নিযুক্ত আইনজীবীদের বক্তব্য এবং প্রকাশিত সংবাদের স্বপক্ষে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশের কপি ও ৬৮/০৮ মামলা (সীতাকুণ্ড)’র সিআইডি কর্তৃক তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের পক্ষে আবেদন করেন এ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, এ্যাডভোকেট এম এন আলম, এছাড়া সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মফিজুল আলম ভুঁইয়া ও এ্যাডভোকেট এ কে এম শামসুল ইসলাম কালামসহ শতাধিক আইনজীবী এই জামিন শুনানিতে অংশগ্রহণ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *