Connecting You with the Truth

আগস্টে বন্ধ হচ্ছে গুগল প্লাস ফটোস

প্রযুক্তি ডেস্ক : সার্চ ইঞ্জিন গুগল জানিয়েছে পহেলা আগস্ট থেকে বন্ধ হয়ে যাবে ফটো শেয়ারিং অ্যাপস ‘গুগল প্লাস ফটোস অ্যাপ’। প্রথমে অ্যানড্রয়েডে অ্যাপটি বন্ধ করা হবে। এরপর ওয়েব ভার্সন এবং আইওএস ভার্সনে অ্যাপটি বন্ধ হয়ে যাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েব সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, গুগল অ্যাপটি বন্ধ করে দেয়ার ব্যাপারে চূড়ান্ত নিয়ে নিয়েছে। ইতোমধ্যে গুগল প্লাস ফটোস অ্যাপ ব্যবহারকারীদের তা জানিয়েও দিয়েছে। গুগলের পক্ষ থেকে ব্যবহারকারীদের নিউ গুগল ফটো সার্ভিস ডাউনলোড করে ইনস্টল করতে বলা হয়েছে। গুগল প্লাস ফটোস অ্যাপ ব্যবহারকারীরা তাদের ছবিগুলো খুব সহজেই গুগল ফটোসে স্থানান্তরিত করতে পারবেন।

আগস্টের ১ তারিখের মধ্যে গুগল ফটোস অ্যাপ থেকে ব্যবহারকারী যদি তাদের ছবি গুগল ফটোসে স্থানান্তরিত করতে না পারেন তবের ভয়ের কিছু নেই। গুগল জানিয়েছে, অ্যাপ ব্যবহারকারীর ফটো গুলো গুগল টেকআউটে রাখা হবে।

Comments
Loading...