আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সরিয়ে নিতে চিঠি
ডেস্ক রিপোর্ট: পুরাতন হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে রেজিস্টার দপ্তর।
বিচারকের বসার স্থান সংকুলান না হওয়াসহ বেশ কয়েকটি কারণে এ চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেজিস্টার দপ্তর।
হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার সকাল ১০ টা ৫০ মিনিটে আইনমন্ত্রী বরাবর চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে জায়গা স্বল্পতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে বলা হয়েছে।
২০১০ সালের ২৫ মার্চ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়।
এ পর্যন্ত ২৮টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়।