Connecting You with the Truth

ইয়েমেনে প্রেসিডেন্টের বাড়িতে বিদ্রোহী হামলা

_77728280_77725922আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের রাজধানী সানায় যুদ্ধবিরতি ভঙ্গ করে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে গোলা হামলা চালিয়েছে শিয়া হাউথি বিদ্রোহীরা। প্রেসিডেন্ট আবেদরাব্বু মনসুর হাদি বাসায় আছেন বলে খবর পাওয়া গেলেও তিনি নিরাপদেই আছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। সানার আরেক প্রান্তে হাউথি বিদ্রোহীরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়ার পর হাদির বাড়িতে হামলার এ খবর এল। সশস্ত্র বাহিনী আশেপাশের বাড়ির ছাদে অবস্থান নিয়ে বাসভবনটিতে প্রচণ্ড গোলা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী নাদিয়া আল শাক্কাফ। নাম প্রকাশ না করে ইয়েমেন সরকারের এক কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট হাদি বাড়ির ভেতরে অবস্থান করলেও নিরাপদে আছেন। তবে লড়াইয়ে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছেন আরেক সরকারি কর্মকর্তা। এর আগে বিদ্রোহীদের প্রেসিডেন্ট প্রাসাদ দখলকে ‘অভ্যুত্থান’ বলে বর্ণনা করেন হাদির দেহরক্ষী বাহিনীর প্রধান কর্নেল সালেহ আল-জামালানি। তিনি জানান, প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়া বিদ্রোহীরা প্যালেস গ্রাউন্ডের অস্ত্রভান্ডার লুট করছে। এর আগে সোমবার সারাদিন ধরে প্রচণ্ড বিস্ফোরণে রাজধানী বারবার কেঁপে উঠেছে। শহরের নিচু অঞ্চলে থাকা ভবনগুলোও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ছিল। বিদ্রোহীরা সানা দখল করে নেয়ার পর থেকে এদিন সরকারি বাহিনীর সঙ্গে তীব্রতম লড়াইয়ে জড়িয়ে পড়লেও সন্ধ্যার পর থেকে দুপক্ষের মধ্যে অস্ত্রবিরতি শুরু হয়। মঙ্গলবার প্রেসিডেন্টের দেহরক্ষীদের সঙ্গে হাউথি মিলিশিয়াদের তুমুল সংঘর্ষের কয়েকঘন্টা পরই এ যুদ্ধবিরতি ভেঙে পড়ে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইয়েমেনে চলমান এই লড়াই-সংঘর্ষের নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

Comments
Loading...