Connect with us

আন্তর্জাতিক

মধ্যবিত্ত অর্থনীতি’র প্রস্তাব ওবামার

Published

on

0আন্তর্জাতিক ডেস্ক:

দেশের মানুষের কল্যাণের জন্য অর্থনৈতিক নীতি নির্ধারণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি বলছে, মঙ্গলবার বার্ষিক স্টেট অব দি ইউনিয়ন ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন। ভাষণে যুক্তরাষ্ট্রের চাকরিজীবী পরিবারগুলোর কাছে সম্পদ পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়ার আবেদন জানান তিনি। নিজের প্রস্তাবিত এই অর্থনৈতিক কৌশলকে “মধ্যবিত্ত অর্থনীতি” বলে অভিহিত করেন তিনি। ওবামা বলেন, “আগামী পঞ্চাশ বছরে আমরা কাদের চাই, তা পছন্দ করা এখন আমাদের ওপর নির্ভর করছে।” তবে বিরোধীদল রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসে ওবামার এই অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার মতো ভোট পাবে না বলে ধারণা করা হচ্ছে। ভাষণে নীতি নির্ধারণের ওপর জোর না দিয়ে মূল্যবোধ নিয়েই বেশি কথা বলেছেন ওবামা। এ সময় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক সঙ্কট শেষ হওয়ারও ঘোষণা দেন তিনি। তার আমলের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে শিশুর পরিচর্যা এবং অসুস্থতাজনিত ও মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করে চাকরিজীবী পরিবারগুলোকে সহায়তা করার মতো করে গড়ে তোলার পরিকল্পনা করেছেন বলে ওবামা জানিয়েছেন। তিনি বলেন, “মধ্যবিত্ত অর্থনীতি কাজ করছে। সুযোগের সম্প্রসারণ ঘটছে। আর রাজনীতি এতে বাঁধ না সাধলে এই রাজনীতির সুফল অব্যাহত থাকবে।” একই কাজ করার জন্য নারীদের পুরুষদের সমপরিমাণ মজুরি দিতে একটি আইন পাশ করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, “এটি ২০১৫ সাল। এটিই সময়।” ভাষণে যুক্তরাষ্ট্রের অবকাঠামোর উন্নয়ন ঘটিয়ে দেশটির অর্থনীতিকে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার পরিকল্পনাও পেশ করেন তিনি। এ লক্ষ্যে কম্যুনিটি কলেজগুলোতে ভর্তি উন্মুক্ত করে দেয়ার প্রস্তাব রাখেন তিনি। তিনি বলেন, “এই পরিকল্পনা ঋণের বোঝাহীন নতুন অর্থনীতির জন্য গ্রাজুয়েট প্রস্তুত করার সুযোগ।” ওবামার এসব পরিকল্পনা তাকে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়ার দিকে নিয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর আগে ট্যাক্স লুপহোল বন্ধ করার, ধনীদের করের আওতা ২৩ দশমিক ৮ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৮ শতাংশ করার এবং যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান যাদের সম্পদ ৫০ বিলিয়ন ডলারের বেশি তাদের ওপর নতুন ফি নির্ধারণ করার প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ওবামা। ‘ইতোমধ্যেই রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা ওবামার এসব পরিকল্পনাকে “শ্রেণী কল্যাণ” বলে উপহাস করেছেন।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *