Connecting You with the Truth

এরশাদের রাজনৈতিক উপদেষ্টা হলেন ব্যারিস্টার দিলারা

ershad dilara

অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যানের শিশু ও মহিলা বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার দিলারা খন্দকারের দায়িত্ব পরিবর্তন করে পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ২০ এর উপধারা ১-এর ক মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। নতুন দায়িত্বের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় ব্যারিস্টার দিলারা খন্দকারের কাছে।
তিনি বলেন, ‘এই দায়িত্ব আমার জীবনের বড় পাওয়া। নতুন এই দায়িত্ব আমার রাজনৈতিক জীবনকে আরও প্রসন্ন করবে।’
তরুণ এই রাজনীতিক বলেন, দেশ, সমাজের প্রেক্ষাপটে একজন নারীকে রাজনীতি করতে হলে অনেক বাধা অতিক্রম করে আসতে হয়। আজকের এই অবস্থানে আসতে কি পরিমাণ কাঠখড়ি পোড়াতে হয়েছে, তা সৃষ্টিকর্তাই ভালো জানেন।পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ঐকান্তিক আগ্রহের কারণেই আমার এই গুরু দায়িত্ব পাওয়া। এজন্য চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক সাধুবাদ জানাই। সাধুবাদ জানাই দলের সর্বস্তরের নেতাকর্মীকে।
মিডিয়ার সহযোগিতা প্রত্যাশা করে তিনি আরো বলেন, আমরা স্বচ্ছ এবং পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। পার্টির চেয়ারম্যানের পাশে থেকে ক্ষুদ্র জ্ঞানে সামান্য উপদেশ দেয়ার সুযোগ পেলেও নিজেকে ধন্য মনে করব।

Comments
Loading...