কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে মতবিনিময় সভা
মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: আগামী ১৪ নভেম্বর সোমবার কচুয়া- কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর ও গোহট গ্রামের পশ্চিম একটি অংশে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন ও ড. জালাল আলমগীর স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে জনসভার আয়োজনে ব্যাপক প্রস্তুতি চলছে। এ প্রস্তুতি মূলক উদ্ধোধন ও জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে বক্তব্য রাখবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এম.পি। এছাড়াও এ অনুষ্ঠানগুলোতে যোগদান করবেন চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামছুন্নাহার ও কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজান শিশির সহ আওয়ামী দলীয় অংগ সংগঠনের নেতৃীবৃন্দ। প্রস্তুতির মধ্যে আজ মঙ্গলবার বিকালে উক্ত ইউনিয়নের চাপাতলী এনামিয়া লতিফিয়া মাদ্রাসা মিলনায়তনে ওই প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ প্যানেল ভাইস চেয়ারম্যান এড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সাবেক চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন, কহলথুড়ী হামিদীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ। জনসভা সফল করার জন্য এবং হাজার হাজার জনতার উপস্থিতির লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি এড. হেলাল উদ্দিন সকলের সহযোগিতা কামনা করছেন। বিডিপত্র/আমিরুল