কর্মসূচি ঠিক করতে ২০ দলীয় জোটের বৈঠক আজ
২০ দলীয় জোটের প্রধান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জোটের বৈঠক ডেকেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। এতে খালেদা জিয়া সভাপতিত্ব করবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার ও শায়রুল কবির খান বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে দলটির এক নেতা জানান, জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ মারা গেছেন। এ বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। জোটের পক্ষ থেকে কর্মসূচি নির্ধারণ করা হবে। তিনি জানান, বিক্ষোভ সমাবেশের কর্মসূচি আসতে পারে। তবে আধাবেলা হরতালের চিন্তা থাকলেও মনে হয় এখনি তা ঘোষণা করা হবে না
বাংলাদেশেরপত্র/এডি/আর