কাউনিয়ার শহীদবাগে দেশ উন্নয়নশীলতার আন্তর্জাতিক স্বীকৃতিতে আনন্দ উৎসব
মিজান, কাউনিয়া প্রতিনিধি: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনে ঐতিহাসিক সাফল্যে “শহীদবাগ ইউনিয়নের উন্নয়ন ও ভাবনা” নিয়ে রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আ’লীগের আয়োজনে রবিবার ২৫শে মার্চ দিনব্যাপী শহীদবাগ উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দ উৎসব ও আলোচনা সভায় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, পৌর মেয়র হাকিবুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক পরিমল চক্রবর্তী, বালাপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আ’লীগ ওতাঁর সহযোগি সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সূধীবৃন্দ।
পরে আয়োজিত কর্মসূচীর মধ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা ছাড়াও নানা আয়োজনে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং স্থানীয় শিল্পীদের গাওয়া মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকার।