Connecting You with the Truth

কালকিনিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের শঙ্কা

UP Election:
আশরাফুর রহমান, কালকিনি: প্রতিক বরাদ্দের পর শেষ মূহুর্তে জমে উঠেছে চতুর্থ ধাপের মাদারীপুরের কালকিনি উপজেলার ইউপি নির্বাচন। আগামী ৭ই মে এ উপজেলার ১৫টি ই্উনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নের নির্বাচন এক যোগে অনুষ্ঠিত হবে। সাময়িক সমস্য থাকার কারনে বাকি দুটি অনুষ্ঠিত হবে এই নির্বাচনের পরে। তবে এই মুহুর্তে বসে নেই চেয়ারম্যান ও মেম্বার প্রর্থীরা। প্রতীক পেয়ে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে দিন-রাত প্রচার- প্রচারনা চালিয়ে যাচ্ছেন। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। সকল প্রার্থীদের পক্ষ থেকে মহিলা কর্মীরা পুরুষদের পাশা-পাশি ভোট ভিক্ষা করছেন চোখে পড়ার মত। তারা প্রার্থীদের পক্ষে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রতি দিচ্ছেন ভোটারদের কাছে। প্রতিশ্রতির পাশাপাশি ছোট শিশুদের হাতে চকলেট এবং নানা রকমের খেলনা দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন। তবে এবারের নির্বাচনে বহিরাগতদের আগমনের কারনে বিএনপির ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা ব্যাপক শঙ্কা প্রকাশ করেন। অপরদিকে ভোট সুষ্ঠ এবং নীরপেক্ষ করতে প্রস্তুত রয়েছেন পুলিশ প্রশাসন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে যে সকল প্রাথীরা প্রতিক নিয়ে মাঠে প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন আলীনগরে আওয়ামীলীগের সাহিদ পারভেজ(নৌকা), স্বতন্ত্র হাফিজুর রহমান মিলন( আনারস) ও বিএনপির প্রার্থী নেই। কয়ারিয়ায় আওয়ামীলীগের মোঃ জাকির হোসেন শিকদার(নৌকা), স্বতন্ত্র কামরুল হাসান নুর মোহাম্মদ(আনারস) ও বিএনপির মোঃ মোস্তাফিজুর রহমান(ধানের শীষ)। রমজানপুরে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মোঃ ইউনুস আলী। নবগ্রামে আওয়ামীলীগের বিভুতি ভুষন বাড়ৈ(নৌকা), স্বতন্ত্র রেমন হাওলাদার( আনারস), স্বতন্ত্র দুলাল তালুকদার(মোটর সাইকেল) ও বিএনপির প্রিয়লাল সরকার(ধানের শীষ)। ডাসারে আ”লীগের অর্জুন নাগ(নৌকা), স্বতন্ত্র কাজী সবুজ( মোটর সাইকেল) ও বিএনপির আলাউদ্দিন তালুকদার(ধানের শীষ)। কাজীবাকাইয়ে আ”লীগের মোঃ কাশেম হাওলাদার(নৌকা), স্বতন্ত্র নুরমোহাম্মদ(আনারস) ও বিএনপি জানেআলম(ধানের শীষ)। গোপালপুরে আ”লীগের কাজী মতিউর রহমান বাদল(নৌকা), স্বতন্ত্র মীর নাসির উদ্দিন(মোটর সাইকেল), ফরহাদ হোসেন মাতুব্বর(আনারস) ও বিএনপির মোঃ ইসমাইল হোসেন(ধানের শীষ)। বালীগ্রামে আ”লীগের মতিন মোল্লা(নৌকা), স্বতন্ত্র জাকির খান(আনারস) ও বিএনপির আবদুস ছালাম খান(ধানের শীষ)। চড়দৌলত খায়ে আ”লীগের মোঃ চানমিয়া শিকদার(নৌকা), স্বতন্ত্র আবদুল মান্নান(আনারস) ও বিএনপির মোঃ আমিনুর রহমান(ধানের শীষ)। সাহেবরামপুরে আ”লীগের কামরুল হাসান সেলিম(নৌকা), স্বতন্ত্র আসাদুজ্জামান জামাল(আনারস), মোঃ কামাল উদ্দিন(মোটর সাইকেল) ও বিএনপি আবুতাহের(ধানের শীষ)। শিকারমঙ্গলে আ”লীগের মোঃ সিরাজ মৃধা(নৌকা), স্বতন্ত্র এম এ কুদ্দুশ বেপারী(আনারস) ও বিএনপির মোঃ মোস্তাফিজুর রহমান(ধানের শীষ)। বাশঁগাড়ীতে আওয়ামীলীগের মোঃ শাহআলম শিকদার(নৌকা), স্বতন্ত্র মোস্তাফিজুর রহমান সুমন(আনারস),ফারুক মোল্লা(হেলিকপ্টার) ও আলামীন মৃধা(ধানের শীষ)। লক্ষিপুরে আওয়ামীলীগের তোফজ্জেল হোসেন গেন্দু কাজী(নৌকা), স্বতন্ত্র মোঃ ফজলুল বেপারী(ঘোড়[), মৌসুমি হক(আনারস) ও বিএনপির আবু সাইদ (ধানের শীষ)।

Comments
Loading...