খুলনায় স্বাস্থ্য সেবায় অনিয়ম ও দুর্নীতি প্রতিবাধে মানব বন্ধন অনুষ্ঠিত
আলামিন রাব্বি,খুলনাঃ আজ মঙ্গলবার (১৮অক্টোবর) সকাল ১১টা থেকে ঘন্টা ব্যাপি নগরীর পিকচার প্যালেস মোড়ে তরুন প্রজম্ন বাংলাদেশের উদ্যগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
তরুন প্রজম্ন বাংলাদেশের প্রধান সমন্বয়ক জিহাদ আরিফ মানববন্ধন সঞালন করেন। মানববন্ধনে সভাপাতিত্ব করেন সংঘঠনের অহবাহয়ক রবিউল ইসলাম রবি।
মানববন্ধনে বক্তব্য রাখেন,খুলনা নাগরিক সমাজের অহবায়ক এ্যডভোকেট আ ফ ম মহাসিন, বাংলাদেশ কৃষক সমিতির সংঘঠক এস এম চন্দন, তরুন প্রজম্নের সদস্য জোবায়ের প্রমুখ।
বক্তারা ভেজাল ঔষধ তৈরিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, জীবন রক্ষাকারী ঔষধে ভেজাল কোন সভ্য সমাজের কাম্য নয়,তারা সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবার মান বৃদ্বির দাবি জানান। ভেজাল ঔষধ তৈরি যাতে না হতে পারে এ জন্য প্রশাসনের অভিযান জোড়দার করার দাবি জানায়।