Connecting You with the Truth

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে পুলিশি অভিযান, ৯টি অস্ত্র উদ্ধার

download (13)চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে অভিযান চালিয়ে একটি একে-৪৭ সহ ৯টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে শিবিরের ৭২ নেতাকর্মীকে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১টা থেকে শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজে অভিযান শুরু হয়। এসময় সোহরাওয়ার্দী ও শেরে বাংলা হল থেকে শিবিরের ৭২ নেতাকর্মীকে আটক করা হয়। পরে, ক্যাম্পাসের টিচার্স কোয়ার্টারে পাশে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র মজুদের সন্ধ্যান পায় পুলিশ। সেখান থেকে তোলা বস্তায় পাওয়া যায় একটি একে-৪৭ রাইফেল, ৩টি পিস্তল, ৩টি একনলা বন্দুক, ১টি দু’নলা বন্দুক, একটি থ্রি-নট থ্রি রাইফেল এবং শতাধিক রাউন্ড গুলি।

এছাড়া, অভিযানে উদ্ধার করা হয় জামায়াত-শিবিরের বিভিন্ন প্রকাশনা ও ব্যানার। পুলিশ বলছে, চলমান হরতাল-অবরোধে নাশকতার জন্যই এসব অস্ত্র মজুদ করা হয়েছিলো। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Comments