Connecting You with the Truth

চলে গেলেন কবি শহীদ কাদরী

চলে গেলেন কবি শহীদ কাদরী

ডেস্ক রিপোর্ট: একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী (৭৪) মারা গেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রবিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার (ইন্নালিল্লাহি…রাজিউন)। নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক গোধূলি খান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ কাদরীর মৃত্যুতে শোক জানিয়েছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে আধুনিক বাংলা কবিতা এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।’
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং কবির শোকসন্তপ্ত পরিবার ও তাঁর কবিতার পাঠকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সাংবাদিক গোধূলি খান বলেন, ‘খুবই দুঃখজনক। উনার (শহীদ কাদরী) শেষ জন্মদিনে যেতে পারিনি, দেখা হলো না। শেষ দেখা বইমেলায়।’
শহীদ কাদরীর জন্ম ১৯৪২ সালের ১৪ আগস্ট। এই কবি সম্পর্কে উইকিপিডিয়াতে বলা হয়েছে, নাগরিক জীবনের প্রাত্যহিক যন্ত্রণা ও ক্লান্তি তার কবিতার মূল উপজীব্য। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোনো ক্রন্দন নেই ও আমার চুম্বনগুলো পৌছেঁ দাও।
বাংলা একাডেমী পুরস্কার পাওয়া এই কবি ১৯৭৮ সাল থেকে দেশের বাইরে আছেন। ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে সর্বশেষ যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তিনি।

Comments
Loading...