Connecting You with the Truth

ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

1-18বিডিপি ডেস্ক: ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০১ সদস্যবিশিষ্ট এ কমিটি আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে ঘোষণা করা হয়। এরআগে এই কমিটির অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে এ কমিটি অনুমোদন দেন তিনি।
সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। সেখানে তারা এই কমিটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবিত কমিটি অনুমোদন করেন। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর পুর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা হয়। যদিও ছাত্রলীগের গঠনতন্ত্রে ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির কথা রয়েছে।
গত বছরের ২৬ জুলাই অনুষ্ঠিত ২৮তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের বয়স ৭ মাস হতে চলল।
গত বছরের ২৬-২৭ জুলাই ২৮তম জাতীয় সম্মেলনে ভোটাভুটির মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গঠন করে বাংলাদেশের এই অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ। সভাপতি হন সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইন হন সাধারণ সম্পাদক। কাউন্সিলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলেও ওই রাতেই ছাত্রলীগের প্যাডে জানানো হয়, আজিজুল হক রানা সহসভাপতি, আসাদুজ্জামান নাদিম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে পেয়েছেন এরশাদদুর রহমান চৌধুরী, কাজী এনায়েরত, মো. তোফাজ্জেল হক চয়ন, ইমতিয়াজ বুলবুল বাপ্পি, আরিফুর রহমান লিমন, মো. মেহেদী হাসান রনি, আমিনুল ইসলাম, অহিদুর রহমান জয়, সৈয়দ আশিক, মাসুদ রানা মিঠু, আনোয়ার হোসেন আনু, সুপ্রিয় কুন্ড রাজেশ, মশিউর রহমান শরিফ, জাহাঙ্গীর আলম, সোহান খান, রিফাত জামান, মাকসুদ আলম, আরেফিন সিদ্দিক সুজন, আদিত্য নন্দী, গোলাম রসূল বিপ্লব, হাবিবুর রহমান সুমন, কামাল মো. নাসের রুবেল, মাহামুদুর রহমান জনি, মো. আল আমিন, নুসরাত জাহান নুপুর, নিশীতা ইকবাল নদী, আবু সাঈদ, মো. মনির হোসেন, মেহেদি হাসান, রাজিব আহমেদ রাসেল, শাহাদাত হোসেন রাজন, আব্দুস সাত্তার মাহাবুব, আসাদুজ্জামান আসান, নাজমুল হক, আহসান হাবিব রানা, শোয়াইবুল ইসলাম শোয়েব, সাকিব হাসান সুইম, মো. আব্দুল বাসেত গালীব, মো. মিজানুর রহমান, জামশেদ আলম, কামরুজ্জামান সালাম, শিউলী আক্তার, চৈতালী হালদার চৈতী, রুহুল আমিন, কাওসার পাঠান বাপ্পি, মাসুমা আক্তার পলি, নূরুল করীম জুয়েল, আবু হোসাইন বিপু, আরিফুজ্জামান রোহান, এসএম আবদুর রহিম তুহিন, তৌহিদুজ্জামান সরকার ধ্রুব, মো. নুর আলম ভূইয়া রাজু, অর্ণা জামান, হাফিজুর রহমান ভূইয়া সজীব, রাকিব হাসান সোহেল, আসিফ উল্লাহ মিথুন, মো. তাজুল ইসলাম, এটিএম সায়েম, শেখ শাহজালাল সুজন, মাহাফুজুর রহমান রাসেল।
যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন আসাদুজ্জামান নাদিম, আব্দুর রাজ্জাক লালন, রেজাউল ইসলাম রেজা, চন্দ্র শেখর মন্ডল, দিদার মো. নিজামুল ইসলাম, মাহামুদুল হাসান, সায়েম খান, মোতাসিম বিল্লাহ মোহাম্মদ, শেখ ফয়সাল আমিন, নওশাদ উদ্দিন সুজন, শাহিদুল ইসলাম শাহেদ। সাংগঠনিক সম্পদকের দায়িত্ব পেয়েছেন মোবারক হোসেন, শেখ জসিম উদ্দিন, শৃজন ঘোষ সজীব, মো. সৈকতুজ্জামান সৈকত, আশিকুল পাঠান সেতু, সজীব বিশ্বাস, মো. শাহ-জালাল, বিএম এহতেশাম, দারুস সালাম শাকিল, তানজিল ভূইয়া তানভীর, মো. শরিফুল ইসলাম ফারুক।

Comments