Connecting You with the Truth

ঝালকাঠি পৌর মেয়রকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও তার পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত কাল বেলা সাড়ে ১১টায় শহরের আড়ৎদারপট্টিতে মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেয়র ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মেয়রকে কার্যালয়ে যেতে বাধা সৃষ্টির অভিযোগে এ সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ছবি। সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় মেয়রের ছেলে উজ্জ্বল হোসেন লোটাস ও মেয়ে ঈশিতা আক্তার ঈশাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়ায় আফজাল হোসেনকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে জামিনে মুক্তি পেলে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু ১নং প্যানেল ও ভারপ্রাপ্ত মেয়র প্রনব কুমার নাথ ভানুর দায়ের করা মামলার কারণে তিনি দায়িত্ব নিতে পারছেন না।

Comments
Loading...