ঝালকাঠিতে চালককে খুন করে মোটরসাইকেল ছিনতাই
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় মহসিন মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
পুলিশ গত কাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সৈয়দপুর-কচুয়া গ্রামের আবুল হোসেনের বাড়ির সামনের রাস্তার পাশের একটি ঝোপ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মহসিন পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর চরাইল গ্রামের মৃত সোমেদ মোল্লার ছেলে।কাঁঠালিয়া থানার পরিদর্শক (ওসি/অপারেশন) শেখ মুনীর উল গিয়াস জানান, ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন বন্ধ অবস্থায় উদ্ধার হলেও তার মোটরসাইকেল পাওয়া যায় নি।
মৃতদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
এদিকে, ঘটনাস্থলে স্বামীর মরদেহ সনাক্ত করতে এসে নিহতের স্ত্রী হ্যাপি আক্তার জানান, তার স্বামী মোটরসাইকেল ভাড়ায় যাত্রী টেনে সংসার চালাতেন। শনিবার বিকেলে বাড়ি থেকে বের হলেও রাত রাত ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।