Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা

ঝিনাইদহ সংবাদদাতা: 

বিল ও টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের কোটচাঁদপুরে শহিদুল ইসলাম ওরফে সোনা (৫৫) নামের ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত শহিদুল ইসলাম ওরফে সোনা শহরের মেইন বাসস্টান্ড এলাকার আব্দুল মুন্সীর ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবীর জানান, উপজেলার পারলাট বিল ও শহরের টেম্পুস্ট্যান্ড দখল নিয়ে বেশ কয়েকদিন যাবত শহিদুল ইসলাম ওরফে সোনার সাথে স্থানীয়দের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষরা রাতে শহরের বাসস্টান্ড এলাকায় সোনাকে একা পেয়ে এলোপাতাড়ী মারপিট করে পালিয়ে যায়। সেসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।

Leave A Reply

Your email address will not be published.