Connect with us

দেশজুড়ে

প্রেস কাউন্সিলকে কার্যকর করার দাবিতে রংপুরে বিএমএসএফ’র স্মারকলিপি প্রদান

Published

on

33

রংপুর প্রতিনিধি: বদলে যাচ্ছে বিশ্ব,প্রসারিত হচ্ছেসাংবাদিকতার দিগন্ত। পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা করে “সাংবাদিকতাকে সমৃদ্ধ হতে দাও” এই শ্লোগানকে সামনে রেখে গত ৩মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম-ডে পালিত হয়েছে। দিবসটি উদযাপনে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস কাউন্সিলকে কার্যকর করার দাবিতে রংপুরের বিভাগীয় কমশিনারের মাধ্যমে তথ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর বিভাগীয় কমিটি।

বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত ঢাকায় অবস্থান করায় তাঁর ব্যক্তিগত সচিব মোঃ আবু নাসার উদ্দিন স্মারকলিপিটি গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর বিভাগীয় কমিটির সমন্বয়ক সাংবাদিক মহিউদ্দিন মখদুমী, সাংবাদিক জিতু কবীর, সাংবাদিক এম আর মিজান, ফটো সাংবাদিক আনোয়ার হোসেন ইমরোজ ইমু, আব্দুস সালামসহ রংপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকগন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের মফস্বল পর্যায়ের সকল সাংবাদিককে জাতীয় প্রেস কাউন্সিলের আওতায় এনে তাদের পেশাগত সুবিধা-অসুবিধার সমাধান করাও একান্ত জরুরী। অবাধ তথ্য প্রবাহের এই যুগে দেশে একদিকে গণমাধ্যমের সংখ্যা গণহারে বৃদ্ধি পেয়েছে, অপরদিকে এ সব গণমাধ্যম গুলোতে কর্মরত সাংবাদিকের সংখ্যাও একই হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে কোন নীতিমালা না থাকায় গণমাধ্যমগুলো সঠিক বিচার বিশ্লেষণ ছাড়াই যাকে তাকে সাংবাদিক হিসেবে নিয়োগ করছে। এ কারণে দেশে প্রকৃত পেশাধারী সাংবাদিকরা প্রাপ্য সুবিধা বঞ্চিত হচ্ছে। অন্যদিকে প্রতিনিয়ত অপসাংবাদিকতার ফলে প্রকৃত সাংবাদিকদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন একটি কার্যকর জাতীয় প্রেস কাউন্সিল। যার মাধ্যমে গণমাধ্যম মালিক-কর্মী ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, ওয়েজবোর্ড বাস্তবায়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নসহ সার্বিক কল্যাণ সাধিত হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *