Connecting You with the Truth

নওগাঁয় দ্বৈত-ভর্তির রেজিষ্ট্রেশন ফি বাতিলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

এস,এম রাসেল, নওগাঁঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নওগাঁ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের অনার্স এবং মাস্টার্স কোর্সের শিক্ষার্থীরা ২৭ মে রবিবার সকাল সাড়ে ১০ হতে ঘন্টাব্যাপী উক্ত কলেজ প্রাঙ্গনে দ্বৈত-ভর্তির রেজিষ্ট্রেশন ফি বাতিলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে মহিবুল্লাহ পলকের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও ছাত্র প্রতিনিধি আমানুজ্জামান সিউল, নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য তারিকুল রহমান তারেক, নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী নাসির আহম্মেদ, ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী রাফি ইসলাম, নওগাঁ সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা মো. জাকির হোসেন শাকিল সহ অনার্স ও মাস্টার্স কোর্সের বিভিন্ন বিভাগের ভুক্তভূগী শিক্ষার্থী উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। প্রতিবাদী শিক্ষার্থীরা গণস্বাক্ষর পূর্বক দ্বৈত-ভর্তির রেজিষ্ট্রেশন ফি বাতিলের দাবীতে উক্ত কলেজের অধ্যক্ষ বরাবর দরখাস্ত প্রদান করেন। এসময় জেলা ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Comments
Loading...