Connecting You with the Truth

নীলফামারী জলঢাকায় অপারেশন থিয়েটার উদ্বোধন

জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় উপজেলা স্বাস্থা কমপ্লেক্সের ৫০ শয্য বিশিষ্ট্য হাসপাতাল বর্ধিত ভবনের অপারেশন থিয়েটার নির্মানের ২বছর পর উদ্বোধন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য (নীলফামারী-৩) বৃহস্পতিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হাসপাতাল সুত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জন্মলগ্ন থেকে ৩১ শয্য বিশিষ্ট্য অবস্থায় যাত্রা শুরু করে। ২০১১ সালে ৫০ শর্যায় বর্ধিত ভবন নির্মান করা হয় এবং ২০১২ সালে ভবনটির উদ্বোধন করা হয়। দীর্ঘ ২ বছরেও বর্ধিত ভবনে কোন প্রকার কর্মকান্ড পরিচালিত হয়নি। অপারেশন থিয়েটার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান লেলিন, ডা. দেবাশীষ রায়, ডা. রিপন সরকার, ডা. দেবদুলাল রায় প্রমূখ।

Comments
Loading...