Connecting You with the Truth

নড়াইলে শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে ক্লাস বর্জন

পরিবহন-ধর্মঘট

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের গোবরায় শিক্ষক লাঞ্চিত হওয়ায় সকাল থেকে শিক্ষকরা ক্লাস বর্জন করেছে । রবিবার (২৪ জানুয়ারী) বিকালে গোবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে ঐ এলাকার কতিপয় যুবক লাঞ্চিত করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল ১০টা থেকে শিক্ষকরা গোবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বর্জন করে। এদিকে সদর থানার এস,আই শেখর মলি­ক বেলা ১১টায় সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঐ স্কুলের এক শিক্ষককে ঐ এলাকার কিছু যুবক অপমান করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গত রবিবার (২৪ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানা একটি মামলা হয়েছে।

Comments
Loading...