Connecting You with the Truth

পীরগঞ্জ পৌরসভায় আ.লীগ প্রার্থী শামীম বিজয়ী

shamim pirgonj (2)পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী তাজিমুল ইসলাম শামীম (নৌকা) বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। আজ রবিবার (০৭ আগস্ট) পীরগঞ্জ পৌর নির্বাচনে ভোট গ্রহন ও ভোট গননা শেষে সন্ধ্যায় বে-সরকারী ভাবে এ ঘোষণা দেন রিটানিং অফিসার।
নির্বাচিত মেয়র প্রার্থী শামীম পেয়েছেন ৭১৬৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দি সায়দুর রহমান পেয়েছেন ১৪৩৩ ভোট। অপরদিকে, বিএনপি থেকে মনোনিত প্রার্থী শহীদুল ইসলাম সেবু  পেয়েছেন ১৬৮ ভোট।
জেলা নির্বাচন অফিসার শাহতাব হোসেন জানান, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করা হয়েছে।উল্লেখ্য, পীরগঞ্জ পৌরসভায় ভোটার সংখ্যা ১২ হাজার ৯৩৭ জন।

Comments
Loading...