ফরিদপুরে ৮শত ১০ পিস ইয়াবাসহ মাদক স¤্রাজ্ঞী সালমা আটক।
মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ব্যুরো ঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর থেকে শনিবার রাতে র্যাব-৮ অভিযান চালিয়ে ৮ শত ১০ পিস ইয়াবাসহ কথিত মাদক স¤্রাজ্ঞী সালমাকে আটক করেছে। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
র্যাব-৮ জানায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে শনিবার সন্ধা ৭ টার দিকে মিটুল তালুকদারের বসত বাড়ীর উঠানের উপর মাদকের একটি চালান নিয়ে এক মাদক ব্যবসায়ী বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ৭.১৫ ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৮ শত ১০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সালমাকে আটক করে। সালমা মিঠাপুর গ্রামের মৃত সোলেমান তালুকদারের স্ত্রী । আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় সালমা একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এলাকায় সে মাদক স¤্রাজ্ঞী হিসাবে পরিচিত।
এ ব্যপারে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।