Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে আমিরাত

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট ভিসা দেওয়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল-হামৌদি জানিয়েছেন, বর্তমানে ঢাকায় ইউএই দূতাবাস থেকে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে।

রোববার (৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক সাক্ষাৎকালে এ তথ্য জানান রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। ভিসা সুবিধা, বিনিয়োগ সহযোগিতা ও উচ্চ পর্যায়ের মন্ত্রী পর্যায়ের সফরসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে বলে জানান তিনি।

রাষ্ট্রদূত আরও জানান, ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়া দ্রুত করা হয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক বিনিময়কে ত্বরান্বিত করেছে। ইউএই’র মানবসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেম পুনরায় চালু করেছে। এ পর্যন্ত মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের জন্য পেশাগত ভিসা ইস্যু করা হয়েছে।

নিরাপত্তারক্ষীদের জন্য ইতোমধ্যে ৫০০টি ভিসা দেওয়া হয়েছে এবং আরও ১ হাজারটি ভিসা অনুমোদন পাওয়া গেছে, যা খুব শিগগিরই ইস্যু করা হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়ের সঙ্গে সঙ্গে আমিরাত ভিসা নীতিমালায় আরও শিথিলতা আনবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি কর্তৃপক্ষ কর্তৃক চিহ্নিত মানবিক ও সহানুভূতিশীল ভিসার আবেদনগুলোতে নমনীয়তা প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছেন ইউএই রাষ্ট্রদূত।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এ অগ্রগতিকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত আল-হামৌদিকে তার সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরুর বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে, যা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে।

Leave A Reply

Your email address will not be published.