Connecting You with the Truth

রংপুর জেলা ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

Rangpur Satrolig  News

রংপুর প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার উদ্যোগে আর্তমানবেতর সেবায় রংপুরের গরীব-দুঃস্থ ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় জাহাজ কোম্পানী মোড়স্থ বাটারগলি এলাকায় জেলা ছাত্রলীগের কার্যালয়ে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, উপ-দপ্তর সম্পাদক আমিন সরকার, শফিকুল ইসলাম রাহেল, সমর মহন্ত, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন। অনুষ্ঠানে রংপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Comments