Connecting You with the Truth

রাসিকের উন্নয়নে ৩০ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ

রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পরিচালনা এবং মহানগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত সহযোগিতার অংশ হিসেবে বিশেষ সহায়তা ও থোক বরাদ্দ স্বরূপ ৩০ কোটি ৫১ লাখ টাকা প্রদান করেছেন।

শুক্রবার রাসিকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্পোরেশনের বর্তমান অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তোরণের জন্য রাজশাহী মহানগরবাসীর প্রতি সরকারের এই বিশেষ সহানুভূতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম।

শুক্রবার রাসিকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্পোরেশনের বর্তমান অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তোরণের জন্য রাজশাহী মহানগরবাসীর প্রতি সরকারের এই বিশেষ সহানুভূতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম।

Comments
Loading...