সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে: আ স ম রব
রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, দেশের বিদ্যমান শাসন ব্যবস্থায় মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্রিক অধিকার ও ভোটের অধিকার নেই। বর্তমান সরকার মানুষের গণতান্ত্রীক অধিকার কেড়ে নিচ্ছে। বিদ্যমান এ শাসন ব্যবস্থা দিয়ে কোন কিছুই সুরক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক জেএসডি’র জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধু ১৪ বছর জেল খেটেছেন গণতন্ত্রের জন্য। যে মাত্র তিনি বাকশাল গঠন করেছেন, সেই মাত্র তিনি হত্যার পর নৃশৃংস নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। যা আমরা কখনো কামনা করিনি। আর আজ ক্ষমতায় টিকে থাকার জন্য বলছেন কম গনতন্ত্র অধিক উন্নয়ন।
স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক এ নেতা আরো বলেন, আমরা ভৌগলিকভাবে স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু এ স্বাধীন দেশে আমরা ক্রীতদাস ও গোলাম হয়ে রয়েছি। বিদ্যমান শাসন ব্যবস্থা দিয়ে সু-শাসন রাজনৈতিক অধিকার-গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কোন কিছুই সুরক্ষা করা সম্ভব হবে না। এসময় তিনি সংবিধানের আমূল পরিবর্তন, ৯টি প্রদেশ গঠন, ফেডারেল পদ্ধতির সরকার ব্যবস্থা ও দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার দাবি জানান।
লক্ষ্মীপুর জেলা জেএসডির সভাপতি জগদীশ চন্দ্র সাহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, অধ্যক্ষ মনছুরুল হক, লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি আবুল হাশেম মোল্লা, কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরব ও রামগঞ্জ উপজেলা সভাপতি আবু সাইদ মোহন প্রমূখ।