Connect with us

দেশজুড়ে

শহীদ মিনার নেই কালীগঞ্জের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে

Published

on

kALIGONJ nEWSরাহেবুল ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় কালীগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৭টি। এর মধ্যে মাত্র ১০-১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার আছে। তবে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই এবং প্রাইমারী বিদ্যালয়ের সংখ্যা কখগ মিলে ১৭১ টি এর মধ্যে মাত্র প্রাইমারী বিদ্যালয়ের কোনো একটিও শহীদ মিনার নেই । এছাড়া উপজেলার ১৭টি মাদ্রাসার একটিতেও শহীদ মিনার নেই বলে জানা যায়। সোমবার সরেজমিনে দেখা যায়, উপজেলার করিমপুর নেছাবিয়া দ্বিমূখী দাখিল মাদরাসা কোনো শহীদ মিনার নেই। এ ব্যাপারে কথা হয় চতুর্থ শ্রেণির ছাত্র আতিকুল ইসলাম এর সঙ্গে। সে জানায়, শহীদ মিনার নেই বলে ২১ ফেব্রুয়ারিতে কখনও ফুল দেওয়া হয়নি। এমন কথা মাদ্রাসার লিমন, মাসুদ রানাসহ অনেকেরই। এ বিষয়ে সাংবাদিকরা কথা বললে তারা সাংবাদিকদের জানায় কালীগঞ্জ উপজেলায় মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জাফোরউল­া । তিনি বলেন, “গভর্নিং বোডের্র সিদ্ধান্ত হলেই শহীদ মিনার নির্মাণ করা হবে।” তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সপন কুমার দাশ জানান, ২০১৪ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে শহীদ মিনার বানানোর নির্দেশ দিয়ে চিঠি এসেছে। তিনি বলেন, “প্রধান শিক্ষকদের শহীদ মিনার নির্মাণের জন্য বলা হয়েছে। কিছু কিছু মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করেছে।“তবে এখনও কোনো মাদ্রাসা শহীদ মিনার নির্মাণ করেনি।” এ বিষয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, “প্রত্যেক বিদ্যালয় ও মাদ্রাসায় শহীদ মিনার নির্মাণ করার নির্দেশনা দিয়ে হাইকোর্টে একটি রুল জারি হয়েছে।” এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকেও চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। শীঘ্রই সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *