সিরাজদিখানে এপেক্স ক্লাব অব গ্রেটার বিক্রমপুর’র শীত বস্ত্র ও কম্বল বিতরন
রোমান হাওলাদার , সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় তালুকদার ফিলিং ষ্টেশনে এপেক্স ক্লাব অব গ্রেটার বিক্রমপুরের উদ্দ্যোগে শত শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়। গতকাল রবিবার বিকাল ৪ টায় তালুকদার ফিলিং ষ্টেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা মাওয়া হাইওয়ে রোডের দুপাশের বসবাসকারী ৩৫০ জন শিশু,নারী ও পুরুষদের কম্বল ও শীত বস্ত্র বিতরন করা হয়। এপেক্স ক্লাব অব গ্রেটার বিক্রমপুরের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রওনক আফরোজ সুমা, সহকারী কমিশনার ভূমি শাহিনা পারভীন এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এপে: মো: খোরশেদ ইল-আলম অরুন, এপেক্স বাংলাদেশের লাইভ গভর্ণর এ.ডি ববি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এন আই আরডি এপে: শরীফ উদ্দি ভূইয়া, এনএসডি এপে: এ্যাড: সিরাজুদল ইসলাম পল্টু, ডিজি-১ এপে: ভূবন লাল ভারতী,আইপিপি মীর নাসির উদ্দিন উজ্ঝল ও মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভির হাসান। এছাড়া উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আসলাম খান, কেয়াইন আ’লীগ সভাপতি আশ্রাফ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সাংবাদিক, সুশীল সমাজ ও এলাকার অসংখ্য জনগন।