Connecting You with the Truth

৬৫ রানে ফিরে গেলেন রায়না

স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে গ্র“প পর্বের শেষ ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতানোর পর কোয়ার্টার ফাইনালের বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। ৪৬ বলে ৫টি চার ও ১টি ছয়ে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ১১৫ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ওপেনার রোহিত শর্মাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রায়না। চতুর্থ উইকেটে এ দু’জন গড়েন ১২২ রানের জুটি। যেখানে রায়নার অবদানই সবচেয়ে বেশি।তবে ক্যারিয়ারে ৩৫তম হাফ সেঞ্চুরি পূরণ করার পর বেশিদুর যেতে পারেন নি রায়না। ৫৭ বলে ৬৫ রান করে মাশরাফির বলে জোরে শট খেলতে গিয়ে আকাশে বল তুলে দেন এ বাঁ হাতি। ক্যাচটি তালুবন্দী করে নেন মুশফিকুর রহিম। রায়নার ৫৭ বলে গড়া ৬৫ রানের ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি এবং ১টি ছক্কায়।

Comments