Connect with us

আন্তর্জাতিক

চীনে পাহাড়ি পাথরের আঘাতে ৭ পর্যটক নিহত

Published

on

26CAD54700000578-3002211-image-m-60_1426766823803আন্তর্জাতিক ডেস্ক:

চীনের দক্ষিণাঞ্চলে স্বায়ত্তশাসিত গুয়াংজি জুয়াং এলাকায় গড়িয়ে পড়া পাহাড়ি পাথরের আঘাতে সাত পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) গুইলিন শহরে ডিয়েসাই পাহাড়ের পাদদেশে বেশ কয়েকজন পর্যটক নৌকায় ভ্রমণ করছিলেন। এ সময় হঠাৎ বিশাল আকারের একটি পাথর গড়িয়ে এসে আঘাত করলে সাতজনের মৃত্যু হয়। সিআরআইয়ের ওয়েবসাইটে জানানো হয়, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চার পর্যটকের। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাকি তিনজনের। চীনের গুইলিন এলাকা চুনাপাথরের পাহাড় ও গহ্বরের জন্য বেশ পরিচিত। বিশেষ করে, এই অঞ্চলের ভাঁজপড়া নকশী পাহাড় ডিয়েসাই পৃথিবীব্যাপী পরিচিত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *