Connecting You with the Truth

অগ্নিদগ্ধদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজাস্টার কমিটি গঠন

comitee foundedস্টাফ রিপোর্টার:
বড় ধরনের দুর্যোগে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য ডিজাস্টার কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। গত কাল সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) বাহারুল হক দুলাল জানান, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার জন্য বেশকিছু সংখ্যাক ডাক্তার ও নার্স নতুন করে বার্ন ইউনিটে নিয়োগ দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। তিনি আরও বলেন, ৬৪ জেলা থেকে সার্জারি বিশেষজ্ঞদের এনে ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটের অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে। সারাবছর দেশে বিভিন্ন ঘটনায় প্রায় ছয় লাখ মানুষ অগ্নিদগ্ধ হয় উল্লেখ করে তিনি বলেন, তারা সবাই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটমুখী হন। তারা যেন তাৎক্ষণিক চিকিৎসা থেকে বঞ্চিত না হন, এজন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। এজন্য আমরা সিন্ধান্ত নিয়েছি, যেখানে এ ধরনের অগ্নিদগ্ধের ঘটনা ঘটবে সেখানেই রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। প্রয়োজনে এ ডিজাস্টার কমিটি ঘটনাস্থলে ছুটে যাবে। রোগীদের সেবায় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।
এর আগে, সংবাদ সম্মেলনের শুরুতে প্রফেসর ড. সাজ্জাদ খন্দকার সাংবাদিকদের জানান, সম্প্রতি রাজনৈতিক সহিংসতায় অগ্নিদগ্ধ মোট ৯১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে বার্ন ইউনিটের আউটডোর থেকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আবার কয়েকজন ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। ড. সাজ্জাদ খন্দকার আরও বলেন, বুধবার রাতে অগ্নিদগ্ধ নতুন আরও তিনজনকে ভর্তি করা হয়েছে। এ তিনজনসহ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন। তাদের মধ্যে ছয়জনকে আইসিইউতে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্ন ইউনিটের পরিচালক প্রফেসর ড. আবুল কালাম, আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রমুখ।

Comments
Loading...