অজ্ঞানপার্টির খপ্পরে সেনা সদস্য
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েদাবাদ রেল ক্রসিং এলাকা থেকে অচেতন অবস্থায় এনায়েত উল্লাহ (৪০) নামে এক সেনা সদস্যকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির সদস্যার তাকে উদ্ধার করে। পরে সংশ্লিষ্ট থানার এএসআই সামসুল হক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের দু’নম্বর ওর্য়াডে চিকিৎসাধিন। এইএমএই কর্পোরাল জিডি চট্টগ্রাম সিকিউরিটি ব্রাঞ্চের সদস্য এনায়েত উল্লাহ একটি মিশন পরীক্ষার জন্য ঢাকায় আসেন।