Connecting You with the Truth

অনুশীলনের সময় চোট পেয়েছেন তাইজুল

স্পোর্টস ডেস্ক:
অনুশীলনে ব্যাটিংয়ের সময় বাঁহাতের কবজিতে চোট পেয়েছেন বাংলাদেশ বিশ্বকাপ দলের স্পিনার তাইজুল ইসলাম। চোট পাওয়ার সাথে সাথেই তাকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাইজুলের চোট খুব একটা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এ নিয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার নেটে ব্যাট করার সময় শফিউলের বলে বাঁহাতের কবজিতে চোট পান তাইজুল। সাথে সাথেই তাকে এক্স-রে করানো হয়।’ তবে ২/১ দিনের মধ্যেই আবার তিনি অনুশীলনে ফিরতে পারবে বলেও আশা ব্যক্ত করেন। প্রসঙ্গত, তাইজুল ইসলাম আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন। ২০১৪ সালের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে তার অভিষেক ঘটে।

Comments
Loading...