অপসারণ করা হচ্ছে মেয়র প্রার্থীদের বিলবোর্ড
নির্বাচন কমিশনের নির্দেশের পর ঢাকার কয়েকটি জায়গা থেকে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের কাজ শুরু হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর রূপসী বাংলা হোটেলের মোড় থেকে নিজের বিলবোর্ড সরিয়ে নেন সম্ভাব্য প্রার্থী সাঈদ খোকন।
আগামীকালের মধ্যে বিলবোর্ডগুলো সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন অন্য প্রার্থীরাও। তারা বিধি অনুযায়ী সব কিছু মেনে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কমিশনকে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছেন।