Connecting You with the Truth

অ্যাতলেতিকো বার্সাকে ছাড় দেবে না

স্পোর্টস ডেস্ক:s-6

দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ কোপা দেল রে’র ম্যাচে দুই লেগ মিলিয়ে হারিয়েছে আরেক স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। কার্লো আনচেলত্তির দলকে হারিয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে এবার তারা মুখোমুখি হবে কাতালান ক্লাব বার্সেলোনার। বছরের শুরুতে লা লিগার ম্যাচে বার্সেলোনার কাছে হেরেছে অ্যাতলেতিকো। বার্সার তিন তারকা লিওনেল মেসি, নেইমার আর লুইস সুয়ারেজের গোলে জয় পেয়েছিল বার্সা। তবে, কোপা দেল রে’র ম্যাচটি বার্সার অনুকূলে থাকবে না বলে জানালেন অ্যাতলেতিকোর ফুটবলার হুয়ানফ্রান। অ্যাতলেতিকোর ৩০ বছর বয়সী এ তারকা বলেছেন, আমরা জানি পরের রাউন্ডটি একটু অন্যরকম হবে। বলা যায় বেশ কঠিন হবে। কাতালানরা আমাদের ৩-১ গোলের ব্যবধানে লা লিগায় হারিয়েছে। কোপা দেল রে’তে শেষ আটের ম্যাচে তাদের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। অ্যাতলেতিকোর হয়ে ১২৪ ম্যাচ খেলা এ রাইটব্যাক আরও জানান, আশা করছি অবস্থার পরিবর্তন হবে। আমি নিশ্চত যে একটি ভিন্ন ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। শক্তিশালী রিয়ালের বিপক্ষে আমরা যেভাবে গোল করেছি, বার্সার বিপক্ষেও সেভাবে স্কোর করতে চাই। কাতালানদের কোনো ছাড় দিতে চাইনা। অ্যাতলেতিকো প্রথম লেগে রিয়ালকে ২-০ গোলে আর দ্বিতীয় লেগে ২-২ সমতা নিয়ে ৪-২ গোলের অ্যাগ্রিগেডে কোপা দেল রে’র ম্যাচে শেষ আটে উঠেছে। লা লিগার পয়েন্ট টেবিলেও সিমিওনের শিষ্যরা বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

Comments
Loading...