আইএস যোদ্ধাকে বিয়ে করতে চাওয়া মার্কিন তরুণীর কারাদণ্ড
ইসলামিক স্টেটকে (আইএস) সাহায্যের চেষ্টা করার অভিযোগে দোষী সাব্যস্ত এক তরুণীকে চার বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ডেনভারের একটি আদালত শুক্রবার এ রায় দেয়। কলোরাডো রাজ্যের বাসিন্দা ১৯ বছর বয়সী শ্যানন কনলিকে এপ্রিলে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। আইএস এর একজন যোদ্ধাকে বিয়ে করার জন্য কনলি তুরস্কগামী একটি বিমানে ওঠার চেষ্টা করেছিল। সে তুরস্ক থেকে সিরিয়ায় যেতে চেয়েছিল। মুসলিম ধর্ম গ্রহণ করা কনলি বর্তমানে নিজেকে হালিমা নামে পরিচয় দেন। বিচারক রেইমন্ড মোরে বলেন, অন্য যারা আইএস এ যোগ দিতে চায় তাদের সতর্ক করতেই এই শাস্তি দেয়া হয়েছে। কনলির মানসিক সাহায্য প্রয়োজন বলেও মনে করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কনলিকে প্রস্তাব দিয়েছিলেন, যদি সে আমেরিকার অন্য যারা আইএস এ যোগ দিতে আগ্রহী তাদের সম্পর্কে পুলিশকে তথ্য দেয় তবে তার শাস্তি কমিয়ে দেয়া হবে। নিজের কর্মকাণ্ডের জন্য গভীরভাবে অনুতাপ প্রকাশ করেছেন কনলি। কয়েদির পোশাক পরা কনলি মাথা স্কার্ফে ডেকে আদালতে হাজির হন। সেবিকার সহকারী হিসেবে কাজ করা কনলি তারা পিতামাতাকে বলেছিলেন, তিনি ইউসর মুয়েলহিকে বিয়ে করতে যাচ্ছেন। মুয়েলহির সঙ্গে তার অনলাইনে পরিচয় হয়েছে। তিউনিসিয়ার নাগরিক মুয়েলহি একজন আইএস যোদ্ধা বলে তার বিশ্বাস। কনলির পিতা মুয়েলহির সঙ্গে তাকে বিয়ে দিতে রাজি হননি। এক পর্যায়ে তিনি মেয়ের নামে তুরস্কের একটি ‘ওয়ান-ওয়ে’ টিকেট খুঁজে পান। ডেনভারের একটি চার্চের লেআউট সম্পর্কে তথ্য নেয়ার সময় চার্চের কর্মীরা কনলির বিষয়ে পুলিশকে জানায়। ওই ঘটনার পর থেকে এফবিআই কনলির ওপর নজর রাখছিল। প্রায় আট মাস ধরে তার ওপর নজর রাখা হয়।