আগামী বিশ্বকাপ খেলা নাও হোতে পারে ধোনির!
স্পোর্টস ডেস্ক:
চলতি বিশ্বকাপই ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ বিশ্বকাপ কিনা, সেটা নিয়ে অনেক আগে থেকেই আলোচনা চলছিল। বৃহস্পতিবার সেমিফাইনালে পরাজয়ের পর যেন সেই আলোচনার আগুনে ঘি ঢালা হয়েছে। তবে ধোনির ইঙ্গিত অনুযায়ী, আপাতত অবসর না নিলেও, আগামী বিশ্বকাপের আগেই তল্পিতল্পা গোটাতে পারেন।
সেমিফাইনাল শেষে সংবাদ সম্মেলনে অবসর নিয়ে ধোনির দিকে প্রশ্ন তোলা হয়। উত্তরে তিনি বলেন, ‘আমার বয়স ৩৩ চলছে। আমি এখনও ক্রিকেট চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখি।’ তাহলে কি আপাতত অবসর নিয়ে কিছুই ভাবছেন না ক্যাপ্টেন কুল? কবে নাগাদ থামতে পারে তার গাড়ি? ধোনির ভাষায়, ‘আগামী বছর ভারতে টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপের পরে অবসর নেওয়ার কথা ভাববো। এমনকি আমি ২০১৯ বিশ্বকাপ খেলবো কিনা, সেটাও ভাববো তখনই।’ বলা হয়ে থাকে, ভারতের সর্বকালের সফল অধিনায়ক ধোনি। তার হাত ধরেই গত বিশ্বকাপ ঘরে তোলে ভারত। তবে বিশ্বকাপের আগে তার সাম্প্রতিক পারফর্মেন্স নিয়ে প্রশ্ন তোলেন অনেক সাবেক ক্রিকেটারই। এমনকি অনেকের পরামর্শ, পর্দা নামানোর সময় হয়েছে ধোনির।