Connecting You with the Truth

আন্দোলনে সহিংসতা: এক সপ্তাহে কী করল অগ্রবর্তী দল, জানাল জাতিসংঘ

সাম্প্রতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে পাঠানো অগ্রবর্তী দলটি গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের মুখপাত্র রাবিনা শামদাসানি শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সহিংসতার মধ্যে কয়েকশ মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হন। পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ রয়েছে, এবং গুলিবিদ্ধ অনেক মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

অগ্রবর্তী দলটি ছাত্রনেতা, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতা এবং সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে। তাদের কাজের মধ্যে সাম্প্রতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্তের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তদন্তে দেড় মাসের সময়সীমা রাখা হয়েছে, যা ১ জুলাই থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সময়কাল অন্তর্ভুক্ত করবে। সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য শিগগিরই আরও একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলাদেশে পাঠানো হবে।

রাবিনা শামদাসানি আরও জানিয়েছেন, গুমের ঘটনার তদন্তে একটি কমিশন গঠনের ঘোষণা স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

Comments
Loading...