Connecting You with the Truth

আলফাডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ২ জনের জরিমানা

09_289640আলফাডাঙ্গা থেকে রেজাউল করিম তুহিন ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দুধে পানি মেশানোর অপরাধে দুই দুধ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আলফাডাঙ্গা উপজেলার সদর দুধ বাজারে অভিজান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের মোসলেম মিয়ার ছেলে ইমন মিয়া (৩২)কে একহাজার ও উপজেলার সদর ইউনিয়নের কুশুমদী গ্রামের সামাদ মোল্যার ছেলে চুন্নু মোল্যা (৫০)কে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।

Comments
Loading...