আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি
আশুলিয়া প্রতিনিধি:
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার বাড্র্স গার্মেন্টস একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালিত হয়েছে।
গত কাল মঙ্গলবার সকালে কারখানার ভিতরে এ বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে শ্রমিকরা।
শিল্প পুলিশ জানায়, গত কাল সকালে বাড্র্স গার্মেন্টসে তিন হাজার শ্রমিক কারখানার ভিতরে প্রবেশ করে বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে।
শ্রমিকরা জানায়, নতুন বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগ না দিয়ে কারখানার ভিতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করবো।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তফিজার রহমান বলেন, কারখানার ভিতরে শ্রমিক বিক্ষোভের কথা শুনে গার্মেন্টসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শ্রমিকদের বেতন বৃদ্ধির ব্যাপার নিয়ে মালিক পক্ষের সাথে আলোচনা চলছে।
যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।