আসছেন হাতুরুসিংহ
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ শেষ করে ২২ দিনের বড় ছুটি কাটিয়ে পাকিস্তান সিরিজকে সামনে রেখে শুক্রবার শ্রীলংকা থেকে ঢাকা পৌঁছাচ্ছেন মাশরাফিদের কোচ চান্ডিকা হাতুরুসিংহে। তবে হযরত শাহজালাল বিমানবন্দরে ঠিক কয়টার সময় পৌঁছবেন, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি বংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। অন্যদিকে, বিসিবিও এই ব্যাপারে খুব একটা সহায়তা করছে না। অর্থাৎ হাতুরুসিংহের ফেরার ব্যাপারে তারা কোন সংবাদ সম্মেলনও করেনি, বরং প্রকাশ পেয়েছে তাদের অনাগ্রহ। এর সবকিছুর মূলেই বিশ্বকাপ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ পরাজিত হওয়ার পর লঙ্কান কোচ বিসিবির দিকে অভিযোগের আঙ্গুল তোলেন। তার অভিযোগ, নিজের পছন্দমত দল পাননি তিনি। হাতুরুসিংহের করা অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে মুখ খোলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়। তিনি বলেন, ‘উনার কথাগুলো একদিক দিয়ে আচরণ বিধি লঙ্ঘন।’ তিনি আরো বলেন, ‘নির্বাচকদের কাজ তাদের করতে দিতে হবে। কোচের মতামত নিয়েই নির্বাচকরা সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে কোচ ও নির্বাচকদের মধ্যে মতের মিল সব সময় নাও হতে পারে। তারপরও এভাবে বলাটা ঠিক নয়।’ দুইয়ে মিলিয়ে বোর্ড যে হাতুরুসিংহকে ফুল হাতে অভিনন্দন জানাবে না সেটা বোঝা খুব একটা কঠিন কিছু নয়।