Connecting You with the Truth

আসছে টেসলার বৈদ্যুতিক গাড়ি

it-6রকমারি ডেস্ক:
টেসলা মোটরের প্রধান নির্বাহী ইলোন মাস্ক ঘোষণা দিয়েছেন, চলতি বছরের গ্রীষ্মই আসছে তাদের স্ব-চালিত বৈদ্যুতিক গাড়ি। টেসলার এই নতুন প্রযুক্তি একটি সফটওয়্যার আপডেট যার মাধ্যমে টেসলার এস সেডান গাড়িতে যুক্ত হবে ‘সেলফ ড্রাইভিং’ ফিচার। আর এর ফলে বিনামূল্যে এবং গাড়ি ড্রাইভার ছাড়া ভ্রমণ করা যাবে। স্মার্টফোন ট্যাপের মাধ্যমে ব্যবহারকারী এই গাড়ি গ্যারেজ থেকে বের করতে পারবে। অটোমোবাইল বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কেলি ব্ল“ বুকের বিশেষজ্ঞ কার্ল ব্রওয়ার বলেন, “অন্যান্য গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলো সেলফ ড্রাইভিং ফিচারটি ব্যবহারকারীদের হাতে তুলে না দেওয়ার উপযুক্ত কারণ আছে, আছে আইনগত বাধাও। কোনো ব্যবহারকারী যদি ফিচারটি ব্যবহার করতে চান, তবে খেয়াল রাখতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।”

Comments
Loading...