Connecting You with the Truth

ইবির অধীনে থাকছে না মাদ্রাসা কার্যক্রম

downloadদেশের দেড় হাজার ফাজিল ও কামিল মাদ্রাসার কার্যক্রম আর ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে থাকছে না। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক ফ্যাক্স বার্তার মাধ্যমে ইসলামি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মাদ্রাসার এই দায়িত্বভার আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ে হস্তান্তরের নিদের্শ দেয়া হয়েছে।

জানা গেছে, ১০ বছর ধরে দেশের প্রায় দেড় হাজার ফাযিল ও কামিল মাদরাসার কার্যক্রম ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান উল্লাহ স্বাক্ষরিত দুটি ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো ওই ফ্যাক্স বার্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া- এর অধীনে পরিচালিত ফযিল (পাশ), ফাযিল (সম্মান) এবং কামিল (এমএ) মাদ্রাসা সমূহের ভর্তি ও পরীক্ষা গ্রহণসহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত ও পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসার কার্যক্রম চলে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষককৃন্দ। শিক্ষার্থীরা মনে করেন মাদ্রাসা কার্যক্রম চলে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শেসন জট অনেকাংশে কমে যাবে। এছাড়া শিক্ষকরা এখন নিয়মিত ক্লাস, পরীক্ষা নেয়াসহ শিক্ষার্থীদের বেশি বেশি সময় দিতে পারবেন।

Comments
Loading...