ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ইরান ও আমেরিকা
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের আলোচনা স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। সুইজারল্যান্ডের লোজানে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন। জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গত ১৮ মাস ধরে ইরানের যে পরমাণু আলোচনা চলছে তাকে একটি চূড়ান্ত পরিণতিতে নিয়ে যাওয়াই এ আলোচনার লক্ষ্য। চলতি মার্চ মাসের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে একটি চূড়ান্ত ও সার্বিক চুক্তির রূপরেখা ঠিক করার চেষ্টা করবেন জারিফ ও কেরি। আর এ চুক্তির খুঁটিনাটি ও কারিগরি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ চুক্তি সই করার সময়সীমা হচ্ছে ১ জুলাই। আজকের আলোচনায় বসার আগে সিবিএস টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ হয় তাহলে চুক্তি সই করতে কোনো বাধা নেই এবং সেটি আগামী কয়েকদিনের মধ্যেই সম্ভব। তবে এখনো গুরুত্বপূর্ণ কিছু মতপার্থক্য রয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রোববার লুজানে বলেন, যেসব প্রশ্নের কোনো সমাধান আমরা এখনো বের করতে পারিনি সেসবের সমাধান বের করতে হবে। সেইসঙ্গে যেসব সমস্যার সমাধান বের করেছি সেগুলো সম্পর্কেও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। ইরান ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় জারিফকে সঙ্গ দিচ্ছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এবং মার্কিন জ্বালানীমন্ত্রী আরনেস্ট মোনিজ। কেরির সঙ্গে বৈঠক শেষে আজ রাতেই জারিফ ব্রাসেলসে যাবেন। সেখানে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার বৈঠক হবে এবং এরপর তিনি আবার লোজানে ফিরে যাবেন বলে কথা রয়েছে। মঙ্গলবার থেকে রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু হবে বলে জানা গেছে।