Connecting You with the Truth

ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া আর রেডক্রসের

image_122984_0আন্তর্জাতিক ডেস্ক:

মানবিক কারণে ইয়েমেনে সৌদি বিমান হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আহবান জানিয়েছে রাশিয়া। এর আগে, দেশটিতে জরুরী চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে চব্বিশ ঘণ্টার যুদ্ধবিরতির আহবান জানিয়েছে রেডক্রস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বসে রাশিয়া অনুরোধ জানিয়েছে, যেন মানবিক বিবেচনায় ইয়েমেনে আরব দেশগুলোর বিমান হামলার সাময়িক বিরতি টানা হয়। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট, জাতিসংঘে নিযুক্ত জর্ডানের রাষ্ট্রদূত, ডিনা কাওয়ার বলেছেন, যুদ্ধবিরতির জন্য রাশিয়া যে আবেদন করেছে তা বিবেচনা করতে হলে কাউন্সিলের সদস্যদের সময় প্রয়োজন। তিনি বলছেন, ইয়েমেনে মানবিক বিবেচনায় যুদ্ধ বিরতি আনতে রাশিয়ার প্রতিনিধিরা কাউন্সিল একটি খসড়া প্রস্তাব দিয়েছে এবং দীর্ঘ সময় ধরে ইয়েমেনে যে মানবেতর অবস্থা চলছে সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে রাশিয়ার দেয়া প্রস্তাব নিয়ে কিছু বলতে হলে কাউন্সিলের সদস্যদের বিবেচনার জন্য আরো সময় দরকার। এর আগে চিকিৎসা সামগ্রী ও উদ্ধার কর্মীদের পৌঁছে দিতে ইয়েমেনে ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে রেডক্রস। না হলে আরো বেসামরিক মানুষের মৃত্যু হবে বলে তারা আশঙ্কা করছে। শিয়া হুতি বিদ্রোহীদের লক্ষ করে ইয়েমেনের দক্ষিণের বন্দর নগরীতে যুদ্ধ তীব্র  রূপ ধারণ করেছে। জাতিসংঘ বলেছে, গত দুইসপ্তাহের লড়াইয়ে ইয়েমেনে অন্তত ৫শ জন নিহত এবং ১৭শ’ জন আহত হয়েছে। গত ১০ দিন ধরে ইয়েমেনে বিমান হামলা করছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।

Comments
Loading...