উখিয়ায় জোড়াখুন মামলার আসামি গ্রেপ্তার
উখিয়া প্রতিনিধি, কক্সবাজার:
উখিয়ায় জোড়াহত্যা মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় ইনানি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. হাবিব গোপন সংবাদের ভিত্তিতে ইনানি পুলিশ ফাঁড়ির সামনে থেকে জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে জোড়াখুন মামলার আসামি জসিম উদ্দিন (২৬) কে গ্রেপ্তার করে। সে কামাল বাহিনীর প্রধান শীর্ষ মানবপাচারকারী কামাল উদ্দিনের ছোট ভাই। তার গ্রেপ্তারে এলাকায় মিষ্টি বিতরণ করেছে সাধারণ জনতা। অভিযান পরিচালনাকারী ইনানি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. হাবিব জানান, আটককৃত জসিমকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার জিআর ১৮/২০০৩ নং মামলায় আটক করা হয়েছে।
জানা যায়, গত ২০০৩ সালের ২৩ ফেব্র“য়ারি জালিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারবনিয়া ভোট কেন্দ্রে মনখালী গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে হেলাল উদ্দিন ও মৃত আবদুল কুদ্দুসের ছেলে নুরুল আলমকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছিল আটক জসিম উদ্দিন ও তার বড় ভাই কামাল উদ্দিন। হত্যার পর এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ালেও জসিম উদ্দিন অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। কিন্তু কামাল উদ্দিন বর্তমানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মানব পাচার চালিয়ে যাচ্ছে।
ইনানি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. হাবিব জানান, আটককৃত জসিমকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।